Featured Video

Pages

Tuesday, October 11, 2011

ম্যারাথন শেষ করেই সন্তান.....

মহাভারতে বর্ণিত রাজা সুশর্মার সেনাদলের শৌর্য-বীর্যের কথা অনেকেরই জানা। মৃত্যু নিশ্চিত জেনেও ওই বাহিনীর সেনারা লড়াই করে গেছেন। কারণ, তাঁরা জয়লাভে ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ, নির্ভীক।

Sunday, October 02, 2011

শিশুকে তাড়াতাড়ি ঘুম পাড়ান

‘প্রিয় অভিভাবক, অনুগ্রহ করে লিখে রাখুন, আপনার শিশুটিকে রাতে যত তাড়াতাড়ি সম্ভব ঘুম পাড়িয়ে দিন। এতে তার ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং তার গড়ন হবে হালকা-পাতলা।’ নতুন একটি গবেষণায় এ কথা বলা হয়েছে। মালয়েশিয়ার ডেইলি এক্সপ্রেস পত্রিকা গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে।

Saturday, October 01, 2011

মেয়র প্রার্থী যখন গাধা!

‘আরে, ও তো আস্ত একটা গাধা!’—স্থূলবুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের প্রায়ই ‘গাধা’ বলে সম্বোধনের একটা ‘রেওয়াজ’ চালু আছে। তবে মানুষকে গাধা বলে ‘অপমান’ করার দিন বুঝি ফুরাল!

আর্লি টু বেড, আর্লি টু..............

প্রবচন আছে, 'আর্লি টু বেড, আর্লি টু রাইজ'। অর্থাৎ রাতে আগে ঘুমাতে গেলে সকালেও আগে ওঠা যায়। এটা শুধু কথার কথা নয়, চিকিৎসকরা গবেষণা চালিয়েছেন শরীরে এর প্রতিক্রিয়া নিয়ে। দেখা গেছে, যারা দেরিতে ঘুমানোর অভ্যাস করেন, তারা বিছানাও ছাড়েন দেরিতে এবং স্বভাবতই দিনের কাজকর্ম সারতে তাদের আলস্যভাব আসে।

Sunday, July 03, 2011

You tube এ ইংলিশ ভিডিও এর মধ্যে যেভাবে ভিবিন্ন ভাষার সাব টাইটেল যোগ করবেন।


ইউটউব এর ধারুন একটা অপশন যারা দেখেন নি তারা দেখে নিন, সেটা হল আমরা যখন ইউটিব থেকে ইংলিশ ভিডিও দেখি তখন ডান দিকে একদম নিছে দেখেন cc লিখা আছে। এখান থেকে আপনি ইচ্ছে করলে যে ভিডিও টি দেখছেন সেটাতে মুভির মত ভিবিন্ন ভাষার সাব টাইটেল যোগ করতে পারেন। কিন্ত দুঃখের বিষয় আমাদের মাতৃ ভাষা বাংলা এখনো যোগ হয়নি। এটা করতে আপনাকে যা করতে হবে সেটাঃ
প্রথমে ডান দিকে একদম নিছে দেখেন cc লিখা আছে সেখানে ক্লিক করুন

তৃতীয় বর্ষ সম্মান পরীক্ষার সময়সূচির পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয় ২০০৯ সালের তৃতীয় বর্ষ সম্মান পরীক্ষা শুরু হবে ৯ জুলাই ২০১১। 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই পরীক্ষা শেষ হবে ২ আগস্ট ২০১১। 
পরীক্ষা শুরু হবে সকাল নয়টা থেকে।
উল্লেখ্য, গত ২৬ মে প্রকাশিত ২০০৯ সালের তৃতীয় বর্ষ সম্মান পরীক্ষার সময়সূচি বাতিল করা হয় এই বিজ্ঞপ্তির মাধ্যমে।
www.fring.com/googletalk
পরীক্ষার সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন

Wednesday, June 08, 2011

ব্লাক হোল রহস্য



মহা বিশ্বের  সবচেয়ে বড় রহস্যসবচেয়ে বড় মহাজাগতিক বিস্ময়ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর।ব্ল্যাকহোল হলো আমাদের সূর্যের মত এক ধরনের নক্ষত্র। কোন নক্ষত্রের যদি অনেক ভর  ঘনত্ত্ব থাকে,তাহলে তার মহাকর্ষীয় শক্তি এতই শক্তিশলী হবে যে আলো পর্যন্ত সেখান থেকে নির্গত হতে পারবেনে। মহাকর্ষীয় শক্তি আবার কি তাই না মহাবিশ্বের যেকোন দুটি বস্তুর মধ্যে যে আকর্ষন তাইহচ্ছে মহাকর্ষীয় শক্তি। এই নক্ষত্রের থেকে আলো কিছু দূর যাওয়ার আগেই নক্ষত্রটির মহাকর্ষীয়আকর্ষন দারা তাকে পিছনে নিয়ে আসে। পৃথিবীর জ্যোতির্বিজ্ঞানীরা এই কৃষ্ণ গহ্বর সম্পর্কে পর্যন্ত  জানতে পেরেছেন সামান্যই। তবে যতটা তথ্য উদ্ধারে সক্ষম হয়েছেন  তা যথার্থইঅভাবনীয়সাধারণ চিন্তার বাইরে।                                         ব্লাক হোল 

এ্যান্ড্রোপজ পুরুষত্বের ইতি


ডা. এআরএম সাইফুদ্দীন একরাম
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে হরমোনের মাত্রা পরিবর্তিত হতে থাকে। মেয়েদের নিয়মিত রজঃস্রাবের জন্য দায়ী যেসব হরমোনসাধারণত ৪৫-৫০ বছর বয়সে তা সহসা কমে যায় এবং রজঃনিবৃত্তি ঘটে। ইংরেজীতে একে মেনোপজ (গবহড়ঢ়ধঁংব) বলা হয়। পুরুষদের বেলায় পুরুষত্বের জন্য দায়ী হরমোনের মাত্রা এমন সহসা কমে যায় না। কিন্তু ধীরে ধীরে এর মাত্রা কমতে থাকে এবং এই পরিবর্তন কয়েক বছর ধরে চলে। এক পর্যায়ে পুরম্নষত্বের অনেক বৈশিষ্ট্য হারিয়ে যায়। এক কথায় একে পুরুষদের মেনোপজ’ বলা যায়। অধিকাংশ চিকিৎসা বিজ্ঞানী পুরুষত্বের বৈশিষ্ট্যসমূহ লোপ পাওয়াকে এ্যান্ড্রোপজ বলে থাকেন।

Feel Sexy in Your Skin, 33 Ways


33 Ways to Feel Sexy in Your Skin

With Valentine's Day looming, you might be in a situation where you'll be baring it all. But what happens if instead of slipping on silky lingerie you feel more like slipping on fuzzy slippers and hiding under the covers? Here, we give you 33 ways to instantly feel sexy in your skin. Try one and you'll be kicking off those sweats and slippers before you know it.

"33 Ways to Feel Sexy in Your Skin" // Woman applying body scrub // Photo: Masterfile
Exfoliate
Photo: Masterfile
Sloughing off dead skin cells is vital to snagging a glowing complexion (plus, alligator legs are pretty unsightly). Just be careful not to scrub too often or too hard. Stick to two to three times (every other day) for oily skin and no more than once a week for sensitive skin.
আপনার রাশিফলের বৈশিষ্ট্য জানতে চান?
আপনি কি আপনার ও আপনার প্রিয় মানুষটির সাথে কেমন সম্পর্ক হবে তা জানতে চান?
তাহলে ক্লিক করুণ-রাশিফল

কিছু অসাধারন ফটোগ্রাফ


ক্রিয়েটিভ মানুষের পেশা হলো ফটোগ্রাফী। এটি খুবই মজার একটি পেশা। অনেকে শখের বশে ফটোগ্রাফী করে থাকেন। অনেক সময় তারা এমন কিছু ছবি তুলে ফেলেন, যা পেশাদার ফটোগ্রাফারদের চাইতেও অনেক সুন্দর হয়। এই ফটোগ্রাফীকে কেন্দ্র করে পুরো বিশ্ব জুড়ে চালু রয়েছে অনেক প্রতিযোগীতা। ন্যাশনাল জিওগ্রাফী, নাইকন টেকনোলজী, সনি, নেচার কনজারভেন্সী ইত্যাদি প্রায়ই আয়োজন করে ফটোগ্রাফী প্রতিযোগীতা। এরকম কিছু প্রতিযোগীতায় পুরষ্কার জিতে নেয়া কিছু ছবি থাকছে এই পোস্টে। এখানে অনেকগুলো ফটোগ্রাফ দেখে মনে হতে পারে ফটোশপ ব্যবহার করা হয়েছে। কিন্তু এগুলো সবই অরিজিনাল ছবি ….
2010-07-22_215444

চমৎকার কিছু অপটিক্যাল ইল্যুশন


চমৎকার কিছু অপটিক্যাল ইল্যুশন এর ছবি দেখুন। আপনার চোখ ও মস্তিকের পরীক্ষা নিন…
০১।

দেখেনতো কিছু খুঁজে পান কিনা?

পৃথিবীর সবচেয়ে পুরনো ১২টি মসজিদ


প্রাচীন, পুরাকৃতি ও রহস্যময় স্থান, বিষয় আমাকে সর্বদা টানে। তাই আপনাদের সাথে কতগুলি পুরাতন মসজিদের ছবি শেয়ার করলাম। 
দাপৃথিবীর সবচেয়ে পুরনো ১২টি মসজিদের ছবি।
Quba Mosque

এই মসজিদটি সাওদিয়া আরবের মদিনা নগরীতে অবস্থিত। ৬২২ইং সালে মসজিদটি প্রথম তৈরি করা হয়। মূলত সুন্নী মুসলমানদের মসজিদ হিসেবে পরিচিত।

Thursday, June 02, 2011

Zakir Hussain (musician)


From Wikipedia, the free encyclopedia

Zakir Hussain

Zakir Hussain in Munich 2001
Background information
Born
9 March 1951 (age 60)
Origin
Occupations
Tabla Maestro
Instruments
Years active
1963–present
HMV
Zakir Hussain (Hindi: ज़ाकिर हुसैन, Urdu: ذاکِر حسین), (born 9 March 1951), is an Indian tabla player, musical producer, film actor and composer.

Monday, May 30, 2011

মহৌষধ কালিজিরা

ভীষণ উপকারী জিনিস কালিজিরা। এটাকে খাবার না বলে পথ্য বলাই ভালো। এখন প্রচণ্ড গরম। এই মৌসুমে গরম ও ঠান্ডাজনিত কারণে অনেকের জ্বর হচ্ছে। জ্বর, কফ, গায়ের ব্যথা দূর করার জন্য কালিজিরা যথেষ্ট উপকারী বন্ধু। এতে রয়েছে ক্ষুধা বাড়ানোর উপাদান। পেটের যাবতীয় রোগ-জীবাণু ও গ্যাস দূর করে ক্ষুধা বাড়ায়। যাঁরা মোটা হতে চান, তাঁদের জন্য

ঘরে যেন থাকে ‘খাদ্য দাওয়াই’





হঠাৎ করে মাথা ধরা, উদ্বেগ, দুশ্চিন্তা, পেট নামা: তখন ঘরে থাকুক ‘খাদ্য দাওয়াই’। যেমন কলা। বড় হিতকরী। উদ্বেগ ও দুশ্চিন্তায় খুব উপকারী। বলেন মলি কিম্ব্যাল, স্নোটস-ডায়েট বিশেষজ্ঞ, নিউ অরলিয়েনস। মাত্র ১০৫ ক্যালরি ও ১৪ গ্রাম শর্করা থাকে একটি মাঝারি আকারের কলায়। পেট ভরে, রক্তের সুগারও একটু বাড়ে, ভিটামিন ‘ডি’-এর দৈনিক চাহিদার ৩০ শতাংশ আসে। মগজের ‘সেরোটনিন’ সংকট শতভাবে মোকাবিলার জন্য এ বড় সহায় 

ছোট বাগানেও সুস্বাস্থ্য



মোটে এক চিলতে জায়গা ছাদে বা উঠানে। এতেই হতে পারে সবজি আর পাঁচমিশালি গাছের বাগান। এ বাগানে কাজটা করতে হবে নিজেকেই। এতে পরিশ্রম হবে, যা স্বাস্থ্যের জন্য ভালো।

Saturday, May 14, 2011

মুখের ক্যান্সার প্রতিকার ও প্রতিরোধ


মুখ গহ্বর, ঠোঁট, জিহবা ও গলার শুরুর অংশের যেকোনো স্থানেই হতে পারে মুখের ক্যান্সার। দক্ষিণ
এশিয়ার অন্যান্য দেশের মতোই আমাদের দেশেও মুখের ক্যান্সার অকাল মৃত্যুর একটি অন্যতম কারণ। শরীরের সব ক্যান্সারের মধ্যে মুখের ক্যান্সার হওয়ার হার শতকরা ২০ ভাগ।
গবেষণা অনুযায়ী, প্রতিবছর ৩০ হাজার নতুন রোগী এ রোগে আক্রান্ত হয় এবং ১০ হাজার রোগী অকালে মৃত্যুবরণ করেন।

বিজয়েরহাসি হাসলো যারা : এসএসসি পরীক্ষা


এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় দেশের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা সাফল্য অর্জন করেছে। কোন কোন স্কুল শতভাগ পাস করেছে। আবার কোন কোন প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। খবর ইত্তেফাক সংবাদদাতাদের।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে শতভাগ পাস করে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ (পিপিআইএ) রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের ৫৩ জন পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে ৫৩ জনই উত্তীর্ণ হয়েছে। ২১ জন পেয়েছে এ জিপিএ-৫।

Sunday, May 08, 2011

মুখ ও দাঁতের যত্ন নেবেন কিভাবে




সুস্থ সবল দেহের জন্য দাঁত ও মাড়ি তথা মুখের স্বাস্থ্য ভালো রাখা একান- প্রয়োজন। দাঁত ও মুখের ভেতরের স্বাস্থ্যকে অবহেলা করে নিরোগ জীবন আশা করা যায় না।

মুখ ও দাঁতের যত্নে করণীয় উপদেশ, সবার জন্য সাধারণ উপদেশ:

হাতের তালু ঘেমে যাওয়া রোধ করুন





অতিরিক্ত পরিমাণে হাতের তালু ঘেমে যাওয়া এক ধরনের রোগ। অনেকের দেখা যায় হাতের তালু ঘেমে পানি ঝরছে। তাই এই ব্যাপারে অনেকে ভোগান্তির শিকার হন। তাই এই ব্যাপারে ডাক্তারের পরামর্শ নেওয়া অনেক জরুরি। তবে নিজেও এই ব্যাপারে অনেক বেশি সচেতন হতে পারেন। কচি লাউয়ের বিচি বেটে হাতে লাগিয়ে শুকিয়ে গেলে (কমপক্ষে ২০ মিনিট) ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। পানি খেতে হবে প্রচুর পরিমাণ, দৈনিক ৮ গ্লাসের পরিবর্তে তাদের খেতে হবে ১০-১২ গ্লাস। যত বেশি সম্ভব তৈলাক্ত খাবার না খাওয়া ভালো। লাল মাংস (গরু, ছাগল, ভেড়া, হাঁসের মাংস) কম খেতে হবে বা না খেতে পারলে ভাল, তবে কচি মুরগী খেতে বাধা নেই।

মানসিক সমস্যা ও করণীয়



ডা. ডালিয়া নাসরীন লোপা

সময় ও সভ্যতা কোনটাই থেমে থাকছে না। থেমে থাকছে না মানুষের এই পথচলা। ক্রমাগত মানুষ পার হয়ে যাচ্ছে সময়ের সমুদ্র আর সভ্যতার প্রান্তর। কিন্তু সময় ও সভ্যতা সত্যি কি মানুষকে দিতে পেরেছে সুখের সন্ধান অথবা শান্তির আশ্বাস? শহরে অথবা শহর থেকে দূরে কোথাও”! ক্রমবর্ধমান চাহিদার ভিড়ে জীবন ও জীবিকার তাগিদে মানুষের পেশায় এবং দৈনন্দিন জীবনে যোগ হয় ভিন্নমাত্রা, শুরু হয় মানুষের অন্তহীন পদযাত্রা। দৃশ্যপট পাল্টাতে থাকে প্রতিনিয়ত। ক্রমবর্ধমান চাহিদা আর প্রাপ্তিতে ঘটে বিস্তর ফারাক। শুরু হয় মানসিক যাতনা। এই মানসিক যাতনা থেকে তৈরি হয় উদ্বেগ, হতাশা, বিষণœতা। ছোটখাট হতাশা উদ্বেগগুলো ধীরে ধীরে জমা হতে হতে নাগরিক জীবনের ভিতকে নাড়িয়ে দেয়। মানুষ হারিয়ে ফেলে নিজের প্রতি বিশ্বাস। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অতঃপর নাগরিক জীবনের ওপর প্রভাব বিস্তার করে। সুখী হওয়া তাদের পক্ষে দুঃসাধ্য হয়ে পড়ে।

Friday, May 06, 2011

ওয়াইম্যাক্স ও বাংলাদেশের ইন্টারনেট


wimax,3g এবং প্রচলিত internet
shahid, ideasbd, manager



Worldwide Interoperability for Microwave Access. Wimax হচ্ছে ডিজিটাল ওয়ারলেস কমুনিকেশন সিসটেম।এটা চতুর্থ প্রজন্মের টেকনোলজি। পৃথিবীজুড়ে মাইক্রোওয়েভে তার/তারবিহীন পদ্ধতির সাহায্যে দ্রুতগতিতে তথ্য আদান-প্রদানের সর্বাধুনিক প্রযুক্তি।
technology
টাওয়ারগুলো শক্তিশালী হবার ফলে, অল্প সংখ্যক টাওয়ার দিয়ে এটার নেটওয়ার্ক তৈরী করা যায়।অত্যন্ত কম দামে ও সময়ে মান-সম্মত ইন্টারনেট সরবারাহ করা যায়। টাওয়ারগুলো প্রায় ৩০ কিমি দূর থেকে করতে ব্রডব্যান্ড সার্ভিস দিতে পারে। তারবিহীন অবস্থায় এর স্পীড হতে পারে ৫০-৭০ mbps । তার দিয়েও এটা ব্যবহার করা যায়। ইন্টারনেটের গতি হবে সর্বনিম্ন ১২৮ কেবিপিএস, যা ডায়ালআপ গতির চেয়ে ৪২ বার বেশি এবং কেবল ব্রডব্যান্ডের ১০ গুণ বেশি। সাশ্রয়ী এই প্রযুক্তি প্রয়োগে কোনো ফোন লাইন অথবা সফটওয়্যার প্রয়োজন হবে না।

Wednesday, May 04, 2011

S.S.C & H.S.C Result


আপনি কি এস.এস.সি পরীক্ষা-২০১১ তে অংশগ্রহণ করেছেন। আপনি রেজাল্ট জানতে আগ্রহী। তাহলে আর দেরী না করে নিচের লিংকে ক্লিক করে আপনার রোল নম্বর টাইপ করুন এবং এন্টার চেপে জেনে নিন আপনার কাঙ্খিত রেজাল্ট। রেজাল্ট ভাল হলে রইল উজ্জ্বল ভবিষ্যতের শুভ কামনা এবং রেজাল্ট কোনরকম হলে রইল সাহস  ও ধৈর্য্যসহকারে আগামীতে আরো ভালো ফলাফলের জন্য তৈরি হওয়ার বিশ্বাস নিয়ে এগিয়ে চলার প্রত্যাশা। শুভ হউক আপনার ....

হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র সাজেশন-২০১২


wnmveweÁvb wØZxq cΠ                                                       welq †KvW - 254



1 ১।    wewbgq we‡ji cÖZ¨vL¨vb ej‡Z Kx eyS? Kxiƒc cwiw¯’wZ‡Z GKwU wewbgq wej    
           cÖZ¨vL¨vZ nq?

2 ২।     wewbgq we‡ji ¯^xK…wZ ej‡Z wK eyS? KZ cÖKv‡i GKwU wewbgq wej ¯^xK…Z n‡Z 
            cv‡i?

3 ৩।    wewbgq wej wK? Gi ‰ewkó¨ I myweavmg~n eY©bv Ki|

দৃষ্টিনন্দন বৃক্ষ- অদ্ভুত, বিস্ময়কর


গাছ : সত্যি আশ্চর্যজনক

আমাদের আশে পাশে প্রচুর বৃক্ষরাজি আছে যা আমরা নিয়মিত অবলোকন করি। কিন্তু কখনো আলাদা করে কোন গাছকে দেখা হয় না। মাঝে মাঝে আমাদের চোখ নতুন কিছুর প্রতি দৃষ্টি আনমনেই দিয়ে দেয়। যেমন বৃক্ষে কোন নতুন পাখি বসলে, বৃক্ষের পাতা ঝড়ে গেলে, নতুন পাতা গজালে, ফুলে-ফলে বৃক্ষ পরিপূর্ণ হলে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি এমন হয় .........
 

বিখ্যাতদের কিছু মজার কাহিনী



বিখ্যাতরা যা করেন তাই মজার কান্ড। আপনি আমি করলে তা হবে পাগলামী। নীচে এদের কিছু মজার কান্ডকীর্তি দেয়া হল। 

Tuesday, May 03, 2011

হিসাববিজ্ঞান প্রথমপত্র সাজেশন-২০১২


প্রাথমিক  mv‡Rkb
wnmveweÁvb cÖ_g cÎ                                                                     welq †KvW -253


১)     wnmveweÁvb ej‡Z Kx eyS? wnmveweÁv‡bi D‡Ïk¨ eY©bv Ki|
২)     g~j¨‡eva I Revew`wnZv m„wó‡Z wnmveweÁv‡bi f~wgKv eY©bv Ki|
৩)     NUbv wK? mKj ‡jb‡`b NUbv wKš‘ mKj NUbv †jb‡`b bq-e¨vL¨v Ki|
৪)     `yÕZidv `vwLjv c×wZi msÁv `vI| Gi g~jbxwZ ev ˆewkó¨ eY©bv Ki|

Monday, May 02, 2011

শিশুর যখন ডাক্তার প্রয়োজন


শিশুর অসুখ-বিসুখের কথা শিশুরা মুখ ফুটে বলতে পারে না তাই শিশুদের সুস্থ রাখতে বাবা-মায়ের চিন্তার অন্ত নেই। শিশুর আচরণ তার সমস্যাগুলো চিহ্নিত করার জন্যই যথেষ্ট। এ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।  

Sunday, May 01, 2011

May Day, A struggle of worker


by Leo Panitch

For more than 100 years, May Day has symbolized the common struggles of workers around the globe. Why is it largely ignored in North America? The answer lies in part in American labour’s long repression of its own radical past, out of which international May Day was actually born a century ago.

Friday, April 29, 2011

একজন বেহালাবাদক


 রাশাদ রহমান


নাম তাঁর নুরু মিয়া। খেলনা বেহালা বাজানো এবং তা বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন। প্রায় ৩১ বছর যাবৎ আছেন এই একই পেশায়। ঢাকার টিএসসি এবং এর আশপাশের এলাকায় যাঁরা যাওয়া-আসা করেন তাঁদের কাছে নুরু মিয়া পরিচিত মুখ। পুরো এলাকায় খেলনা বেহালা বাজিয়ে বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি।

Saturday, April 23, 2011

গান্ধীর ভাবনায় সনাতন ধর্ম



পৃথিবীর শ্রেষ্ঠ ২০ জন মনীষীদের মধ্যে মহাত্মা গান্ধী অন্যতম। তাঁর প্রকৃত নাম মহাত্মা নয়; তাঁকে এই উপাধিটি দিয়েছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। গান্ধী সারাজীবন ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, দারিদ্রতা, কুসংস্কার গোঁড়ামির বিরুদ্ধে লড়াই করে গেছেন।হিন্দু ধর্মের তথাকথিত জাতিভেদ প্রথা, বর্ণপ্রথা নানা কুসংস্কারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। সনাতনী হিন্দু সদস্য হিসেবে তিনি নিজেকে গর্বিত অনুভব করতেন পাশাপাশি তিনি অন্য ধর্মের প্রতি ছিল অগাধ শ্রদ্ধা। মহাত্মা গান্ধী হিন্দু ধর্ম সম্পর্কে ভাবনা গুলো আমাদের পাঠকদের জন্য উপস্থাপিত করা হলো, এতে যদি বোধ গম্য হয় সনাতন ধর্মের প্রতি।

হিন্দুরা কি গরুর মাংস আহার হিসেবে গ্রহণ করে?


ধর্ম  মানুষকে কত শিক্ষায় না দেয়। আচার-আচরণ থেকে শুরু করে খাওয়া-দাওয়া, রীতি-নীতি ইত্যাদি সবকিছুই ধর্মের বিধান মেনে মানুষ চলাফেরা করে। আদিকাল থেকে ্এই ধর্মের চলন শুরু হয়ে আজ অবধি তার নিজস্ব সত্ত্বায় বিকশিত হয়ে যাচ্ছে।

student

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls