ইউটউব এর ধারুন একটা অপশন যারা দেখেন নি তারা দেখে নিন, সেটা হল আমরা যখন ইউটিব থেকে ইংলিশ ভিডিও দেখি তখন ডান দিকে একদম নিছে দেখেন cc লিখা আছে। এখান থেকে আপনি ইচ্ছে করলে যে ভিডিও টি দেখছেন সেটাতে মুভির মত ভিবিন্ন ভাষার সাব টাইটেল যোগ করতে পারেন। কিন্ত দুঃখের বিষয় আমাদের মাতৃ ভাষা বাংলা এখনো যোগ হয়নি। এটা করতে আপনাকে যা করতে হবে সেটাঃ
প্রথমে ডান দিকে একদম নিছে দেখেন cc লিখা আছে সেখানে ক্লিক কর...
Sunday, July 03, 2011
তৃতীয় বর্ষ সম্মান পরীক্ষার সময়সূচির পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয় ২০০৯ সালের তৃতীয় বর্ষ সম্মান পরীক্ষা শুরু হবে ৯ জুলাই ২০১১।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই পরীক্ষা শেষ হবে ২ আগস্ট ২০১১।
পরীক্ষা শুরু হবে সকাল নয়টা থেকে।উল্লেখ্য, গত ২৬ মে প্রকাশিত ২০০৯ সালের তৃতীয় বর্ষ সম্মান পরীক্ষার সময়সূচি বাতিল করা হয় এই বিজ্ঞপ্তির মাধ্যমে।www.fring.com/googletalkপরীক্ষার সময়সূচি দেখতে এখানে ক্লিক ক...