Worldwide Interoperability for Microwave Access. Wimax হচ্ছে ডিজিটাল ওয়ারলেস কমুনিকেশন সিসটেম।এটা চতুর্থ প্রজন্মের টেকনোলজি। পৃথিবীজুড়ে মাইক্রোওয়েভে তার/তারবিহীন পদ্ধতির সাহায্যে দ্রুতগতিতে তথ্য আদান-প্রদানের সর্বাধুনিক প্রযুক্তি।
technology
টাওয়ারগুলো শক্তিশালী হবার ফলে, অল্প সংখ্যক টাওয়ার দিয়ে এটার নেটওয়ার্ক তৈরী করা যায়।অত্যন্ত কম দামে ও সময়ে মান-সম্মত ইন্টারনেট সরবারাহ করা যায়। টাওয়ারগুলো প্রায় ৩০ কিমি দূর থেকে করতে ব্রডব্যান্ড সার্ভিস দিতে পারে। তারবিহীন অবস্থায় এর স্পীড হতে পারে ৫০-৭০ mbps । তার দিয়েও এটা ব্যবহার করা যায়। ইন্টারনেটের গতি হবে সর্বনিম্ন ১২৮ কেবিপিএস, যা ডায়ালআপ গতির চেয়ে ৪২ বার বেশি এবং কেবল ব্রডব্যান্ডের ১০ গুণ বেশি। সাশ্রয়ী এই প্রযুক্তি প্রয়োগে কোনো ফোন লাইন অথবা সফটওয়্যার প্রয়োজন হবে না।
technology
টাওয়ারগুলো শক্তিশালী হবার ফলে, অল্প সংখ্যক টাওয়ার দিয়ে এটার নেটওয়ার্ক তৈরী করা যায়।অত্যন্ত কম দামে ও সময়ে মান-সম্মত ইন্টারনেট সরবারাহ করা যায়। টাওয়ারগুলো প্রায় ৩০ কিমি দূর থেকে করতে ব্রডব্যান্ড সার্ভিস দিতে পারে। তারবিহীন অবস্থায় এর স্পীড হতে পারে ৫০-৭০ mbps । তার দিয়েও এটা ব্যবহার করা যায়। ইন্টারনেটের গতি হবে সর্বনিম্ন ১২৮ কেবিপিএস, যা ডায়ালআপ গতির চেয়ে ৪২ বার বেশি এবং কেবল ব্রডব্যান্ডের ১০ গুণ বেশি। সাশ্রয়ী এই প্রযুক্তি প্রয়োগে কোনো ফোন লাইন অথবা সফটওয়্যার প্রয়োজন হবে না।