Featured Video

Pages

Monday, February 21, 2011

ভালোবাসা-০২



শিমমি
কৃষ্ণচূড়া গাছের নিচে বসে
অপেক্ষার প্রহর গুনি
ফাগু্ন এসেছে মনে
তুমি আসবে এখুনি।
আকাশের লাল সূর্য
বাতাসের মৃদু ছন্দ
ভালোলাগা ভালোবাসা
তোমাতে পায় আনন্দ।
নদীতে তরী ভাসিয়ে
ঢেউয়ের কলতান
অঙ্গ ভিজিয়ে শুনি
আনন্দের জয়গান।
জোস্না হয়ে এসো তুমি
অমাবশ্যা থাক দূরে
ভালোবাসা দিয়ে প্রাণে
বাজাও গান সুরে সুরে। 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls