শিমমিকৃষ্ণচূড়া গাছের নিচে বসে অপেক্ষার প্রহর গুনিফাগু্ন এসেছে মনে তুমি আসবে এখুনি। আকাশের লাল সূর্যবাতাসের মৃদু ছন্দ ভালোলাগা ভালোবাসা তোমাতে পায় আনন্দ। নদীতে তরী ভাসিয়ে ঢেউয়ের কলতান অঙ্গ ভিজিয়ে শুনিআনন্দের জয়গান।জোস্না হয়ে এসো তুমি অমাবশ্যা থাক দূরে ভালোবাসা দিয়ে প্রাণে বাজাও গান সুরে সুরে।&nb...