
রাশাদ রহমান
নাম তাঁর নুরু মিয়া। খেলনা বেহালা বাজানো এবং তা বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন। প্রায় ৩১ বছর যাবৎ আছেন এই একই পেশায়। ঢাকার টিএসসি এবং এর আশপাশের এলাকায় যাঁরা যাওয়া-আসা করেন তাঁদের কাছে নুরু মিয়া পরিচিত মুখ। পুরো এলাকায় খেলনা বেহালা বাজিয়ে বেশ খ্যাতি অর্জন করেছেন তি...