চলো একটি স্বপ্ন দেখি
যে স্বপ্নে চলবো পাশাপাশি
থাকবে না পিছুটান
বিশ্বাস নিয়ে হাটবো
প্রানবন্ত হয়ে ছুটবো
ঝিরিঝিরি বাতাসে
চুল হবে এলোমেলো
পাশ দিয়ে বইবে নদী
কাঁশবনের মাঝ দিয়ে
হারাবো সীমাহীন পথে
মন উড়বে আকাশে -দু'হাত মেলে
আড়চোখে তাকাবে মিষ্টি হেসে
শুকনো পাতার মর্মর শব্দে
বুনবো কবিতা
হারাবো প্রকৃতির সীমাহীন সৌন্দর্যে
৩০.০৩.২০১৭
1 comments:
thanks for add jobsbaazar.com
Post a Comment