তুমি আমার এমনি একজন
স্বপ্নে এসে ভরিয়ে দিলে মন
তোমাকে খুঁজে পাইনা আমি
হয়ে গেছো হীরার চেয়ে দামি
দিনগুলি ছিল হাসি আর আনন্দের
প্রকৃতির মাঝে থেকে বলতাম কথা ছন্দের
হাসি আড্ডায় ছিলাম ভরপুর
আমি দিলে কথা তুমি দিতে সুর
সোনার সেই দিনগুলি গেল কই
ঠিকানাতে আছি তুমি নাই সই
ভুলে ভরা জীবনে স্মৃতিগুলো আকড়ে
তুমি আসো বন্ধু দেখবো প্রাণভরে .....
০৬.০৪.২০১৭
স্বপ্নে এসে ভরিয়ে দিলে মন
তোমাকে খুঁজে পাইনা আমি
হয়ে গেছো হীরার চেয়ে দামি
দিনগুলি ছিল হাসি আর আনন্দের
প্রকৃতির মাঝে থেকে বলতাম কথা ছন্দের
হাসি আড্ডায় ছিলাম ভরপুর
আমি দিলে কথা তুমি দিতে সুর
সোনার সেই দিনগুলি গেল কই
ঠিকানাতে আছি তুমি নাই সই
ভুলে ভরা জীবনে স্মৃতিগুলো আকড়ে
তুমি আসো বন্ধু দেখবো প্রাণভরে .....
০৬.০৪.২০১৭


4/13/2017 12:26:00 AM
Join
Posted in:
0 comments:
Post a Comment