গাছ : সত্যি আশ্চর্যজনক
আমাদের আশে পাশে প্রচুর বৃক্ষরাজি আছে যা আমরা নিয়মিত অবলোকন করি। কিন্তু কখনো আলাদা করে কোন গাছকে দেখা হয় না। মাঝে মাঝে আমাদের চোখ নতুন কিছুর প্রতি দৃষ্টি আনমনেই দিয়ে দেয়। যেমন বৃক্ষে কোন নতুন পাখি বসলে, বৃক্ষের পাতা ঝড়ে গেলে, নতুন পাতা গজালে, ফুলে-ফলে বৃক্ষ পরিপূর্ণ হলে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি এমন হয় .........
পৃথিবীতে আশ্চর্যজনক অনেক কিছুই আছে। সবচেয়ে আশ্চর্যজনক জিনিসগুলোকে আমরা গুরুত্ব অনুসারে বিবেচনা করি। অনেক আশ্চর্যজনক স্থাপনা ও জিনিস বেশীর ভাগ ক্ষেত্রেই দর্শনীয় হয়ে উঠেছে। আবার অনেক আশ্চর্যজনক জিনিস আছে যা পরিচিতি না-পাওয়ার কারণে হয়তো তেমনভাবে দর্শনীয় হতে পারেনি। বিভিন্ন স্থানে প্রকৃতির খেয়াল বিভিন্ন রকম। প্রকৃতির তেমনি এক খেয়ালে গাছ। আর এই এক গাছই যে পৃথিবীতে কত রকমের আছে তার হিসেব নেই। যাহোক গাছগুলোর ছবি দেখার পর আপনাদেরও সেরকমই মনে হতে পারে।
প্রকাশ করা হয়েছে: বিচিত্র বিভাগে ।


5/04/2011 05:51:00 PM
Join
Posted in:
0 comments:
Post a Comment