শিমমি
মাস্তান হওয়ার সাধ আছে বৈকি
তবে তা বেলালের মতো বেহায়পনা ভাব প্রকাশ করে
স্ব-মনে মাকড়সার জাল বুনবো
তা নয়;
তিন বছরের সারে যার প্রাপ্তি
সময়ের কাঙ্গালপনা, অসহায়ত্ব
এবং চঞ্চল ঢেউয়ের মন্থরতা;
এভাবে বেলা কাটানো অসাড়তার পরিচায়ক।
তাই অশান্ত মনকে হারাবো না
পরবাসী শামুকের মায়াজালে
থাকুক না কষ্ট-থাকুক হৃদয়ে
অমরত্ব পাক তা স্ব-মনে;
জমা থাক সব কায়া-মায়া
আজ বিলাবো সকলের তরে।
হবো-মাস্তান,
হবো আবার মাশুক হৃদয়ের অধিকারী।
0 comments:
Post a Comment