শিমমি
চোখ বুঝলেই মায়ের ছবি আঁখিতে ভাসে
অবুঝ হৃদয় কাঙ্খিত মনে-আনমনে তারি ছবি আঁকে
নি:সঙ্গ ক্ষণে জড়িয়ে ধরে
অঝোর ধারা-কপোল গড়িয়ে পরে
তবুও বলি মা, মা-মাগো, আমি ভালো আছি।
মিষ্টি সুরে আদর করে তোমার সেই ডাকাডাকি
কখনো ধমকের সুরে, কখনো অভিমানে
তোমার সেই পাগলামি শাসনের বেড়াজালে
কতই না বুক ভাসিয়েছি, ভালবেসেছি
মনে, মনে পড়লেই মা-মাগো আমি কাঁদি।
চোখের জল আজ খুবই নিষ্ঠুর মা
বাতাসের আলতো ছোঁয়া খুবই অসহ্য মা
যন্ত্রণাময় মনে হয় পাখিল কলতান মা
তোমায় ছাড়া সবকিছুই বেদনাময়।
ঘুম পাড়ানো গান নেই
নেই শাসনের ঘুম ভাঙ্গানি
আদর করে আজ কেউ খাওয়ায় না
ভালবেসে ডাকে না কাছে
হাহাকার চোখ তাই তোমায় খুঁজে মাগো
মা, তোমায় ভালবাসি।
সবকিছুর মাঝে তুমি আছো
তোমার কোলে আমি
তোমার ভালবাসায় যেন মাগো
শিক্ষার আলোয় আলোকিত হতে পারি।
জানি তুমি চলে গেছো অনেক দূরে
আসবে না ফিরে আর
তোমার সিক্ত ভালবাসায় যেন মাগো
জয় করি মন সবার।
(কবিতাটি অকালে মাতৃহারা মারজিয়া নামের অষ্টম শ্রেণীর ছাত্রীর জন্য লেখা হয়েছে ২০০৮ সালে)উৎসর্গ করছি সকল সন্তানকে যারা মাকে ভালোবাসে ও সম্মান দিতে জানে।
0 comments:
Post a Comment