প্রাচীন, পুরাকৃতি ও রহস্যময় স্থান, বিষয় আমাকে সর্বদা টানে। তাই আপনাদের সাথে কতগুলি পুরাতন মসজিদের ছবি শেয়ার করলাম।
দাপৃথিবীর সবচেয়ে পুরনো ১২টি মসজিদের ছবি।
Quba Mosque
এই মসজিদটি সাওদিয়া আরবের মদিনা নগরীতে অবস্থিত। ৬২২ইং সালে মসজিদটি প্রথম তৈরি করা হয়। মূলত সুন্নী মুসলমানদের মসজিদ হিসেবে পরিচিত।
Al-Masjid al-Nabawi
এই মসজিদটি সাওদিয়া আরবের মদিনা নগরীতে অবস্থিত। ৬২২ইং সালে মসজিদটি প্রথম তৈরি করা হয়।
Masjid al-Qiblatain
এই মসজিদটি সাওদিয়া আরবের মদিনা নগরীতে অবস্থিত। ৬২৩ইং সালে মসজিদটি প্রথম তৈরি করা হয়। মূলত সুন্নী মুসলমানদের মসজিদ হিসেবে পরিচিত।
Jawatha Mosque
এই মসজিদটি সাওদিয়া আরবের Al-Kilabiyah নগরীতে অবস্থিত। ৬২৯ইং সালে মসজিদটি প্রথম তৈরি করা হয়।
Masjid al-Haram
এই মসজিদটি সাওদিয়া আরবের মক্কা নগরীতে অবস্থিত। ৬৩৮ইং সালে মসজিদটি প্রথম তৈরি করা হয়।
Great Mosque of Kufa
এই মসজিদটি ইরাকের কুফা নগরীতে অবস্থিত। ৬৩৯ইং সালে মসজিদটি প্রথম তৈরি করা হয়। মূলত শিয়া মুসলমানদের মসজিদ হিসেবে পরিচিত।
Mosque of Uqba
এই মসজিদটি তিউনিশিয়ার Kairouan নগরীতে অবস্থিত। ৬৭০ইং সালে মসজিদটি প্রথম তৈরি করা হয়। মূলত সুন্নী মুসলমানদের মসজিদ হিসেবে পরিচিত।
Imam Hussain Mosque
এই মসজিদটি ইরাকের কারবালা নগরীতে অবস্থিত। ৬৮০ইং সালে মসজিদটি প্রথম তৈরি করা হয়। মূলত শিয়া মুসলমানদের মসজিদ হিসেবে পরিচিত।
Al-Aqsa Mosque
এই মসজিদটি জেরুজালেমে অবস্থিত। ৭০৫ইং সালে মসজিদটি প্রথম তৈরি করা হয়। মূলত সুন্নী মুসলমানদের মসজিদ হিসেবে পরিচিত।
Al-Zaytuna Mosque
এই মসজিদটি তিউনিশিয়ার তিউনিশ নগরীতে অবস্থিত। ৭০৯ইং সালে মসজিদটি প্রথম তৈরি করা হয়। মূলত সুন্নী মুসলমানদের মসজিদ হিসেবে পরিচিত।
Umayyad Mosque
এই মসজিদটি সিরিয়ার দামেস্ক নগরীতে অবস্থিত। ৭১৫ইং সালে মসজিদটি প্রথম তৈরি করা হয়। মূলত সুন্নি মুসলমানদের মসজিদ হিসেবে পরিচিত।
Great Mosque of Xi'an
এই মসজিদটি চীনের Xi'an, Shaanxi নগরীতে অবস্থিত। ৭৪২ইং সালে মসজিদটি প্রথম তৈরি করা হয়। মূলত সুন্নী ও শিয়া মুসলমানদের মসজিদ হিসেবে পরিচিত।
ছবি ও তথ্য উইকি থেকে সংগ্রহীত
0 comments:
Post a Comment